যোগাযোগ

সড়ক দুর্ঘটনা কমাতে চার কমিটি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ নভেম্বর, ২০১৯

সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের গঠিত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে চারটি কমিটি গঠন করেছে টাস্কফোর্স কমিটি। গতকাল রোববার সচিবালয়ে টাস্কফোর্স কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ১১১ দফা বাস্তবায়নে টাস্কফোর্স গঠন হয়েছে। এই ফোর্সের কাজ পরিবহন সেক্টরের নৈরাজ্য বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। সেই লক্ষ্যে আমরা কাজ করতে আজ (২৪ নভেম্বর) প্রথম সভা করলাম। সভায় ১১১ সুপারিশ বাস্তবায়ন ও পরিকল্পনার জন্য চার সচিবের নেতৃত্বে চারটি সাব কমিটি করেছি। তারা নির্ধারণ করবে, কোথায় কী কাজ করতে হবে। এর আগে সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে সাবেক মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে গঠিত কমিটি সরকারের নিকট ১১১ দফা সুপারিশ পেশ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, যোগাগাযোগ সচিব, জননিরাপত্তা সচিব, তথ্য সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে চারটি কমিটি করে দেওয়া হয়েছে। তারা আগামী দুই মাসের মধ্যে তাদের পরিকল্পনা ও সুপারিশ আমাদের জানাবেন এবং তারপর আবার আমাদের (টাস্কফোর্সের) বৈঠক হবে।

এ সময়ে মন্ত্রী বলেন, শাজাহান খানের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ নিয়ে আমরা এখনো কাজ শুরু করিনি। এই টাস্কফোর্স গঠনের গেজেট হয়েছে গত ১৬ অক্টোবর। আমাদের বিদ্যমান আইন বাস্তবায়নে কিছু দুর্বলতা রয়েছে এবং বিআরটিএ এখনো সেগুলো রিনিউ করতে পারেনি। তিনি বলেন, যানবাহনে ত্রুটি থাকলে বিআরটিএর মাধ্যমে জুনের ৩০ তারিখের মধ্যে শেষ করতে হবে।

নতুন সড়ক আইনে মৃত্যুদণ্ডের কথা লেখা নেই জানিয়ে তিনি আরো বলেন, নতুন সড়ক আইনে ফাঁসির কোনো কথা নেই। মিথ্যা প্রচার চালকদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে। সেজন্য তথ্য সচিব কাজ করবেন। আইনে কত বছর সাজা হবে ও সর্বোচ্চ কত টাকা জরিমানা হবে সেটি লেখা হয়েছে, সেটা কমানোর সিদ্ধান্ত নিই। তবে আইন অনুযায়ী কী শাস্তি বা অর্থদণ্ড হবে সেটা বিচারক সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads