সড়কে সারিবদ্ধ ট্রাক ঘটছে দুর্ঘটনা

সংগৃহীত ছবি

সারা দেশ

সড়কে সারিবদ্ধ ট্রাক ঘটছে দুর্ঘটনা

  • রফিকুল ইসলাম রফিক, রংপুর
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, ২০২১

রংপুরের লালবাগ এলাকায় সড়কের ওপর সারবোঝাই ট্রাক সারিবদ্ধ অবস্থায় আছে দিনের পর দিন। দশ চাকার এই ট্রাকগুলো ব্যস্ত সড়কে দাঁড়িয়ে থাকায় উল্টোপথে যানবাহন চলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন যাত্রীরা। এ নিয়ে নগর ট্রাফিক পুলিশের তেমন কোনো উদ্যোগ দেখছেন না স্থানীয় ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা গেছে, নগরীর লালবাগ-পার্ক মোড়ের মাঝামাঝি এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসির) সার গোডাউন রয়েছে। সেখানে সার আনলোড করতে প্রায় আধা কিলোমিটারজুড়ে ফোর লেন সড়কের একপাশে ১৮টি সারবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। এই ট্রাকগুলো চারদিন ধরে আনলোডের অপেক্ষায়। কবে নাগাদ আনলোড হবে তা জানেন না ট্রাকচালকরা। প্রতিদিনই কমপেক্ষ দশটি ট্রাক আসে দেশের বিভিন্ন সার কারখানা থেকে।

ট্রাকচালক হাসান মিয়া বলেন, খুলনা সার কারখানা থেকে সারবোঝাই এই ট্রাকগুলো এসেছে গত শুক্রবার। সেদিন থেকে আনলোডের অপেক্ষায় সড়কের ওপর আমরা আছি। ট্রাকেই খাওয়া এবং ঘুম। গাড়ি থেকে নেমেও যেতে পারছি না। রাতে যারা ডিউটি করে (স্থানীয় নাইটগার্ড) তারা টাকা চায়, টাকা না দিলে গাড়ির ব্যাটারি ও যন্ত্রাংশ চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। লালবাগের মুদি ব্যবসায়ী অপূর্ব শাহরিয়ার জানান, ট্রাকগুলো দাঁড়িয়ে থাকায় উল্টোপথে মানুষজন চলাচল করে। ট্রাক, বাস, মাইক্রোবাস, রিকশা, অটোরিকশা নিয়মিত যাতায়াত করছে। কে কখন কোন দিকে চলে বলা যায় না। যে যার মতো করে চলছে। ফলে সন্ধ্যার পর প্রায় দিন দুর্ঘটনা হয় এখানে। রংপুর বিএডিসির (সার) স্টোরকিপার অশীষ কুমার সরকার বলেন, এই সারবোঝাই ট্রাকগুলো দেশের চট্টগ্রাম, খুলনা, ঢাকার আমীন বাজার, ভৈরব, যশোর, পাবনার বাঘাবাড়ি থেকে আসে। দিনে কমপেক্ষ দশটা গাড়ি আসে। আমাদের গোডাউনে ট্রাক রাখার জায়গা নেই। তাই হয়তো এজেন্টরা বাইরে রেখেছে। তিনি বলেন, ওরা হয়তো আমাদের গোডাউনে সার রাখতে এসেছে, কিন্তু আমার কাছে যতক্ষণ সার আনলোড করে বুঝিয়ে দেয়নি ততক্ষণ সেগুলো যে আমাদের সার তা বুঝবো কেমনে? সেগুলো অন্য কারো কাছেও তো দিতে পারে? তাই আমি ওই ট্রাকগুলোর দায়িত্ব নেব না। তিনি আরো বলেন, এই সারগুলো ট্রাকে লোড করে সিএ্যান্ডএফ এজেন্টরা পাঠায়। তারা গাড়ি কোথায় রাখবে, কীভাবে আমাদের সার বুঝিয়ে দেবে সেটা তাদের বিষয়। বিএডিসির এই স্টোরকিপার বলেন, রংপুর বিএডিসির এই সার গোডাউনে ধারণক্ষমতা চার হাজার মেট্রিক টন। কিন্তু এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার মেট্রিক টন সার আছে। আরো অনেক ট্রাক আসার অপেক্ষায় আছে।

রংপুর নগর ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার বলেন, আপাতত সড়কটি ওয়ান ওয়ে। তাছাড়া রাস্তার কাজ হওয়ায় একপাশ বন্ধ সে কারণে হয়তো রেখেছে। বিষয়টি কীভাবে দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads