সড়কপথে এখনও কোথাও দুর্ভোগের চিত্র নেই: কাদের

ছবি : সংগৃহীত

যোগাযোগ

সড়কপথে এখনও কোথাও দুর্ভোগের চিত্র নেই: কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ জুন, ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদ যাত্রায় সড়ক পথে এখনো কোনো দুর্ভোগে পড়তে হয়নি যাত্রীদের। মন্ত্রী আশা প্রকাশ করেন স্বস্তির এই যাত্রা ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।

আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর অন্যতম আন্তঃজেলা বাস টার্মিনাল মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ। 

কাদের বলেন, সড়কে চাঁদাবাজির এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সড়কে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। 

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার মামলা দিয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকার। মামলার রায় দিয়েছেন আদালত। এ বিষয়ে সরকারের কিছু করার নেই। খালেদার মুক্তির ব্যাপারে বিএনপি চাইলে আদালতের বিরুদ্ধে আন্দোলন করতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads