বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক বাংলাদেশের এক নম্বর মোবাইল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় নতুন বছরে হ্যান্ডসেট ক্রয়ে ‘থ্যাঙ্কস ফর ইউর লাভ, টাইম টু সেলিব্রেট’ ক্যাম্পেইন চালু করেছে কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা ব্র্যান্ড স্যামসাং। আর এই ক্যাম্পেইনের আওতায়, দেশের সকল স্যামসাং অফিসিয়াল স্টোরগুলোয় ক্রেতারা সর্বোচ্চ ৩৩ শতাংশ ডিসকাউন্টে নির্দিষ্ট মডেলের স্যামসাং মোবাইল ক্রয় করতে পারবে বলে জানানো হয়েছে। অফারের আওতায় গ্যালাক্সি এস নাইন প্লাস এক লাখ পাঁচ হাজার ৯০০ টাকার পরিবর্তে মাত্র ৭০ হাজার ৯০০ টাকায়, গ্যালাক্সি এ সেভেনের দাম ২৮ হাজার ৯৯০ টাকার বদলে ২৪ হাজার ৯৯০ টাকায় এবং গ্যালাক্সি জে এইটের দাম ২৭ হাজার ৯৯০ টাকা থেকে কমে ২১ হাজার ৯৯০ টাকায় ক্রয় করতে পারবেন ক্রেতারা।
এ ছাড়া স্যামসাংয়ের ওই ক্যাম্পেইন চলাকালীন ২৪ হাজার ৯৯০ টাকায় গ্যালাক্সি জে সেভেন ডুয়ো, ১৬ হাজার ৯৯০ টাকায় গ্যালাক্সি জে সিক্স প্লাস, ১৪ হাজার ৯৯০ টাকায় গ্যালাক্সি জে সিক্স এবং ১৩ হাজার ৯৯০ টাকায় গ্যালাক্সি জে ফোর প্লাস ক্রয় করতে পারবেন ক্রেতারা। উল্লিখিত মডেলগুলোর পাশাপাশি অন্যান্য আরো বেশ কয়েকটি স্যামসাং মোবাইলেও ডিসকাউন্ট অফার থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতি স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, সম্মানিত ক্রেতাদের অকৃত্রিম ভালোবাসায় স্যামসাং আজ বাংলাদেশের এক নম্বর মোবাইল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর এই স্বীকৃতি আমাদের জন্য অনেক সম্মানের একটি বিষয়।
তিনি আরো বলেন, আমরা জানি যে তা সম্ভব হয়েছে স্যামসাংয়ের প্রতি ক্রেতাদের ভালোবাসা ও আস্থার কারণে। আজ আমাদের এই অবস্থানে নিয়ে আসার জন্য আমরা ক্রেতাদের প্রতি চিরকৃতজ্ঞ। এখন সময় হয়েছে তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার আর আমরা নতুন অফারের মাধ্যমে সেটাই করার চেষ্টা করেছি।