দর্শকপ্রিয় অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, অভিনয়ের পথে এক দশক পার করেছেন। এই এক দশকে তিনি অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। গুণী নাট্যনির্মাতাদের নির্দেশনায় গুণী শিল্পীদের সঙ্গেও অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি। অভিনয় জীবনের এক দশকের এই পথচলায় একজন অভিনেত্রী হিসেবে অভিনয়ে তিনি নিজেকে সঁপে দিয়েছেন বিধায় তিনিও পরিচালকদের কাছে চ্যালেঞ্জিং অনেক চরিত্রে একজন নির্ভরযোগ্য অভিনেত্রীতে পরিণত হয়েছেন। তাই তাকে নিয়েও এখন বিশেষ বিশেষ গল্পের নাটক নির্মিত হচ্ছে। ঠিক তেমনি আগামী স্বাধীনতা দিবসের জন্য নির্মিত বিশেষ নাটক ‘বাবা ও কাকতাড়ুয়ার গল্প’তে অভিনয় করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। এই নাটকে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত রোবেনা রেজা জুঁই। কারণ, এই নাটকে তিনি একই সঙ্গে তিনজন কিংবদন্তি অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। তারা হচ্ছেন একুশে পদকপ্রাপ্ত দিলারা জামান, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অভিনেতা খায়রুল আলম সবুজ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা তারিক আনাম খান। তারিক আনাম খানের সঙ্গে এর আগে একই নাটকে কাজ করলেও এবারই প্রথম তিনি তারিক আনাম খানের সহধর্মিণীর চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জুঁই বলেন, ‘সত্যি বলতে কী, অভিনয়ের প্রতি এখন আমার প্রবল ভালোবাসা। আমার মেধা ও শ্রম দিয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলো পরিচালকের মনের মতো করেই ফুটিয়ে তোলার চেষ্টা করি। এটাও সত্যি যে আমাদের দেশের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তি শিল্পী যারা, তাদের সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে থাকি। স্বাধীনতা দিবসের বিশেষ এই নাটকটিতে আমি তিনজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য সত্যিই ভীষণ সৌভাগ্যের। সিনিয়র শিল্পীরা তাদের স্লেহ দিয়ে আমার অভিনয়ে আস্থা রেখে আমার সঙ্গে অভিনয় করেছেন, ভীষণ সহযোগিতার মনোভাব নিয়ে। এটাই শিল্পী হিসেবে আমার প্রাপ্তি। আমি এখন নিজেকে সঁপে দিয়েই অভিনয় করছি। আগামী দিনে নিজেকে আরো কতটা অভিনয়ে সপ্রতিভভাবে উপস্থাপন করা যায়, সেই চেষ্টাই থাকবে আমার।’ ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাবা ও কাকতাড়ুয়ার গল্প’ নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে। এদিকে এরই মধ্যে আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য শামীম জামানের রচনা ও পরিচালনায় সাত পর্বের ঈদ ধারাবাহিক ‘ছোট মিয়া বড় মিয়া’ নাটকের কাজ শেষ করেছেন জুঁই। এতে তার বিপরীতে আছেন শামীম জামান। এ ছাড়াও শিগগিরই তিনি কায়সার আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘চান বিরিয়ানি’র দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন। ৮ মার্চ থেকে নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার শুরু হবে।





