বলিউড

স্পেশাল সোনম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০১৯

‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবির মাধ্যমে বাবা অনিল কাপুরের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধলেন সোনম কাপুর। তাই এই সিনেমা তার জন্য ‘স্পেশাল’। এটাকে সঠিক পদক্ষেপ বলছেন সোনম কাপুর। তিনি বলেন, ‘এটা আমার সাহসী নয়, বলতে পারেন সঠিক পদক্ষেপ। আমি খুব ভাগ্যবতী যে এ ধরনের একটা সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি। এই সিনেমায় আমার অভিনীত চরিত্র থেকে আমি যখন কিছু শিখতে পারছি, তখন এটা নিশ্চয়ই আমার সঠিক সিদ্ধান্ত।’

দর্শকদের মনস্তত্ব নিয়েও কথা বলেছেন সোনম। তিনি বলেন, ‘দর্শক চিনতে আমরা সব সময় ভুল করি। আজকের দর্শক মনের দিক থেকে অনেক সাহসী, বুদ্ধিমান এবং আধুনিক। আমার আগের সিনেমা ‘ভিরে দি ওয়েডিং’ নিয়েও অনেকের মনে প্রশ্ন ছিল। সবাই ধরে নিয়েছিল এই সিনেমাটি শুধু তরুণেরা পছন্দ করবে। কিন্তু আমরা পরে জেনেছি, বয়সী নারীরাও সিনেমাটি দারুণ পছন্দ করেছেন। তাই এই সিনেমাটি নিয়েও আমি আশাবাদী।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads