স্কাউটরা দেশকে আরো সুন্দর করে তুলতে ভূমিকা রাখবে : রাষ্ট্রপতি

রোববার বিকেলে গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছবি: পিআইডি

জাতীয়

স্কাউটরা দেশকে আরো সুন্দর করে তুলতে ভূমিকা রাখবে : রাষ্ট্রপতি

  • প্রকাশিত ১০ মার্চ, ২০১৯

রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আব্দুল হামিদ বলেন, লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার মানসিকতা তৈরিতে স্কাউটিং এর ভুমিকা অনন্য। প্রিয় মাতৃভুমি বাংলাদেশকে আরোও সুন্দর করে গড়ে তুলতে স্কাউটরা রাখতে পারে অগ্রণী ভুমিকা। বিশেষ করে শিশু-কিশোর ও যুবদের মাদক, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকা, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষবাম্প থেকে নিরাপদ এবং দুরে রাখতে স্কাউটিং ইতিবাচক অবদান রাখতে পারে। স্কাউটিংই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল করে তুলতে।স্কাউটরা নিয়মিত সমাজসেবামুলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলছে।

আজ রোববার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  রাষ্ট্রপতি এ সব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন স্কাউট লেখাপড়ায় যেমন ভাল, তেমনি সমাজে পরোপকারী ও স্বেচ্ছাসেবী হিসেবে সবার ও ভালবাসা পাওয়ার অধিকারী। কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে স্কাউট আদর্শের প্রতিফলন ঘটাবে এবং দেশের যেকোন প্রয়োজনে একজন প্রকৃত দেশপ্রেমিক ও স্বেচ্ছাসেবী হিসেবে  আত্মনিয়োগ করবে। নিরক্ষরতা, দারিদ্র, ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে রাখতে হবে বলিষ্ঠ ভুমিকা।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে বাংলাদেশ স্কাউটসের ব্যতিক্রমধর্মী কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। সম্প্রতি চকবাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার কাজ এবং দেশব্যাপী সড়ক নিরাপওা ও ট্রাফিক শৃখংলা রক্ষায় সহয়তা করে বাংলাদেশ স্কাউটস উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ মনোরম গজারি গাছ বেষ্টিত মৌচাক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের সভাস্থলে পৌছালে তাঁকে স্কাউটস কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতিকে ব্যাজ, টুপি ও ওয়াগন পড়িয়ে দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপতির কাছ থেকে স্কাউট হাসানুল হক জাম্বুরী পতাকা গ্রহন করেন।

এ সময় স্বাগত বক্তব্য দেন জাম্বুরীর সাংগঠনিক সভাপতি আকতারুজ্জামান খান কবীর, বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড.মোঃ মোজাম্মেল হক খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ। পরে রাষ্ট্রপতি দুজন বিদেশী স্কাউটকে অ্যাওয়ার্ড প্রদান করেন।

এ সময় রাষ্টপতি জাম্বুরী স্বারক ও ডাকটিকেট অবমুক্ত করেন। এ সময় ডাক বিভাগের সচীব ও মহাপরিচালক উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি জাম্বুরী এলাকায় বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তিনি স্কাউটদের ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads