সৌদি আরবে রাজধানী রিয়াদসহ ৬টি শহরে কারফিউ জারি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্য

করোনা ভাইরাস মোকাবেলা

সৌদি আরবে রাজধানী রিয়াদসহ ৬টি শহরে কারফিউ জারি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৭ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে সৌদি সরকার। এর পরও প্রতিনিয়ত বাড়ছে দেশটিতে এ রোগে আক্রান্তের সংখ্যা।

পবিত্র নগরী মক্কা, মদিনা এবং জেদ্দার এবার রাজধানী রিয়াদসহ ৬টি শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।

দেশটিতে একদিনে নতুন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫শ ২৩ জনে।

সৌদি গণমাধ্যমে সূত্রে জানা যায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরগুলোতে প্রবেশ এবং বের হওয়া সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে।

এর আগে পুরো দেশে সীমিত সময়ের জন্য কারফিউ জারি করা হয়েছিলো। মহামারী ঠেকাতে এ সিদ্ধান্তের বিকল্প ছিলোনা বলে মনে করছেন দেশটিতে থাকা প্রবাসীরা।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads