সৌদি আরবের মৃতদেহ বাংলাদেশে না পাঠানোর সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

সরকার

সৌদি আরবের মৃতদেহ বাংলাদেশে না পাঠানোর সিদ্ধান্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ মে, ২০২০

করোনায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের লাশ দেশে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

মহামারী করোনায় সৃষ্ট পরিস্থিতিতে সৌদি আরবে দীর্ঘদিন ধরে বিমান চলাচল বন্ধ। স্থানীয় অফিস-আদালতও বন্ধ থাকায় লাশ সংরক্ষণকারী হিমঘরে স্থান সংকুলান না হওয়াসহ নানা কারণে মৃত প্রবাসীর লাশ বাংলাদেশে প্রেরণের সম্ভাবনা নেই।

সৌদি কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে স্থানীয়ভাবে সৌদি আরবে মৃতদেহ দাফনের জন্য। দেশটির নিয়ম অনুযায়ী হাসপাতালের মর্গে একটি মরদেহ সর্ব্বোচ্চ ৬০ দিন পর্যন্ত রাখা যায় । এই সময়ের মধ্যে মরদেহ দাফনের বিষয়ে কোন সুরাহা না হলে দাফনের বিধান রয়েছে। বেওয়ারিশ মরদেহের ক্ষেত্রেও একই অবস্থা।

বাংলাদেশ মিশন জানিয়েছে, বিভিন্ন কারনে মৃত্যুবরণকারী বাংলাদেশি প্রবাসীর মরদেহ দীর্ঘদিন হিমাগারে পড়ে আছে। প্রত্যেক হাসপাতালে হিমাগারের সংখ্যা সীমিত থাকে। বিমান চলাচল বন্ধ থাকায় প্রবাসীর মরদেহ নিজ দেশে পাঠানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads