সৌদিতে ক্যাফে-রেস্তোরাঁয় সিসা-তামাক নিষিদ্ধ

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্য

সৌদিতে ক্যাফে-রেস্তোরাঁয় সিসা-তামাক নিষিদ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ মার্চ, ২০২০

সৌদি আরবের বিভিন্ন ক্যাফে ও রেস্তোরাঁয় সিসা ও তামাক নিষিদ্ধ করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে পূর্ব সতর্কতা হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আল-আরাবিয়াহর খবরে এ তথ্য জানা গেছে।

গত সোমবার সৌদি আরবের পৌর ও ত্রামীণ অঞ্চলবিষয়ক মন্ত্রণালয় জানায়, করোনা ভাইরাস থেকে নাগরিক ও অধিবাসীদের সুরক্ষায় পৌর এলাকার ক্যাফে-রেস্তোরাঁয় সিসা ও তামাক নিষিদ্ধ করা হয়েছে।

দেশটির রাজধানী রিয়াদসহ বেশ কয়েকটি শহরে স্থানীয় কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা কার্যকর করবেন। নিষেধাজ্ঞা মানা হচ্ছে কি না; তা পর্যবেক্ষণ ও পরিদর্শন করবে পৌর টিম।

এর আগে নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে শঙ্কায় স্কুল, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব।

পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ প্রদেশ কাতিফে কয়েকজনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত রোববার প্রদেশটিতে অস্থায়ী অবরোধ জারি করেছে কর্তৃপক্ষ।

প্রতিবেশী আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ইরাক ও আঞ্চলিক প্রতিবেশী ইরান ও মিসরসহ নয়টি দেশের সঙ্গে সব ধরনের ভ্রমণ স্থগিত করেছে রিয়াদ।

সৌদি আরব নতুন করে চারজনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর শিয়া সংখ্যাগরিষ্ঠ কাতিফে অবরোধ আরোপের ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এতে সৌদির তেল উৎপাদনে কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করছেন উৎপাদন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads