টোকেন নিতে রাজধানীর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের সামনে কয়েক হাজার সৌদী প্রবাসী ভিড় জমিয়েছেন। সেখানে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন প্রত্যাশীদের বিক্ষোভে উত্তপ্ত সোনারগাঁও হোটেল।
আজ রোববার (০৪ অক্টোবর) সকাল থেকেই ভিড় জমান প্রবাসীরা।
টোকেনের জন্য প্রবাসীরা ভিড় ঠেলে এবং ধাক্কাধাক্কি করে সোনারগাঁ হোটেলের গেট দিয়ে তিন দফায় ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় তারা ভিতরে ঢুকতে না পেরে সোনারগাঁ হোটেলের গেট ভাংচুর করেন। পরে গেট ভেঙে সহস্রাধিক প্রবাসী হোটেলের বাউন্ডারির ভেতরে অবস্থান নিয়েছেন।
এক পর্যায়ে হোটেলের প্রবেশমুখ পর্যন্ত মানুষের ঢল নামে। ঢল ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও স্রোত ঠেকানো যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে।
বর্তমান পরিস্থিতিতে টোকেন বিতরণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।