সোনারগাঁয়ে সাংসদ খোকাকে গণসংবর্ধনা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত সাংসদ লিয়াকত হোসেন খোকাকে আজ শনিবার বিকেলে মেঘনাঘাট এলাকায় সংবর্ধনা দিয়েছেন পিরোজপুর ইউনিয়ন ও সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে সাংসদ খোকাকে গণসংবর্ধনা

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জানুয়ারি, ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত সাংসদ লিয়াকত হোসেন খোকাকে গণসংবর্ধনা দিয়েছেন পিরোজপুর ইউনিয়নের জনগণ।

আজ শনিবার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে এ গণসংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা উপলক্ষে সন্ধ্যার পর ভারত ও বাংলাদেশী শিল্পীর অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লিয়াকত হোসেন বলেন, আমি আপনাদের একজন সেবক। আমার বিজয়ের জন্য আপনারা অক্লান্ত শ্রম দিয়েছেন।

এসময় জনপ্রতিনিধি ঐক্য ফোরামের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা সহ যত ভবন ও উন্নয়ন প্রয়োজন তার তালিকা করে আমার কার্যালয়ে জমা দিবেন। সোনারগাঁয়ের যত উন্নয়ন প্রয়োজন তা বাস্তবায়ন করতে আমি অক্লান্ত ভাবে কাজ করে যাবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমপির স্ত্রী ও সোনারগাঁ মহিলা সংস্থার সভাপতি ডালিয়া লিয়াকত, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার, সোনারগাঁ উপজেলা জাতীয়পার্টির সভাপতি আলী হোসেন, বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. আ. রউফ, সনমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিম সিকদার শিপলু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তফা, শাহাবুদ্দিন প্রধান, সামসুজ্জামান সামসু, জাহিদ হাসান বাবু প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads