সোনারগাঁয়ে ডাকাতির অভিযোগে গ্রেফতার ৩

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সোনারগাঁয়ে ডাকাতির অভিযোগে গ্রেফতার ৩

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল সোমবার রাতে তাদের উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁ থানার উপ পরিদর্শক এসআই) আব্দুর হক সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনের ঝোপ থেকে ডাকাতির প্রস্তুতিকালে সাদ্দাম হোসেন, মোঃ আরিফ মিয়া ও আনোয়ার হোসেন ওরফে টুকুকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩টি ছোরা, ১ চাপাতি ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃত সাদ্দাম হোসেন (২৭) উপজেলার হাবিবপুর গ্রামের মোজ্জাম্মেলের ছেলে, মোঃ আরিফ (২০) একই এলাকার আজহারুল ইসলামের ছেলে ও আনোয়ার হোসেন (২৫) একই এলাকার মৃত মরজত আলীর ছেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads