প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার একদিন পর প্রেমিকসহ সোনাগাজীর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশের সহায়তায় ফেনী সদর উপজেলার লালপুল এলাকা থেকে সোনাগাজী থানা পুলিশ প্রেমিক রিয়াদ ও স্কুলছাত্রীকে উদ্ধার করে।
তবে স্কুল ছাত্রী উদ্ধারের পর তার মা বাদী হয়ে রিয়াদ ও তার পরিবারের সদস্যদের অভিযুক্ত করে সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অপহরন মামলা দায়ের করেন। মামলায় রিয়াদের পিতা খুরশিদ আলম(৬০),তার ভাই বেলাল(৩৫) সহ অজ্ঞাতনানা আরো কয়েকজনকে আসামী করা হয়।
মামলায় তিনি উল্লেখ করেন,তার মেয়ে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের চরকৃষ্ণজয় গ্রামের রিয়াদ তাকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি স্কুলছাত্রী তার মাকে জানালে তিনি বিষয়টি রিয়াদের পরিবারকে জানায় । এতে রিয়াদ আরও ক্ষিপ্ত হয়ে স্কুল ছাত্রীকে অপহরণের হুমকি দেন। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী রিয়াদ তাঁর সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীকে অপহরণ করেন।
রিয়াদের পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানায়, রিয়াদের সাথে স্কুলছাত্রীর গত কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তাদের প্রেমের বিষয়টি এলাকার সবাই জানে। দুই পরিবারের মাঝে তাদের বিয়ের কথাবার্তাও হলেও স্কুলছাত্রীর বয়স কম হওয়ার কারনে সম্ভব হয়নি। পরিবারের অমতের কারনে স্কুলছাত্রী শুক্রবার সকালে স্বেচ্ছায় প্রেমিকের সাথে পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক মো: ময়নাল হোসেন বলেন, রোববার ফেনী সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা শেষে জবানবন্দি রেকর্ড করার জন্য সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তারের আদালতে নেওয়া হয়েছে। একই সাথে অভিযুক্ত রিয়াদকে আদালতে হাাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরনের আদেশ দেন।