সৈয়দপুরে ফখরুল ইসলামের নির্বাচনী প্রচারণা আজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফাইল ছবি

রাজনীতি

সৈয়দপুরে ফখরুল ইসলামের নির্বাচনী প্রচারণা আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে সৈয়দপুর গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশেল খবর অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, সৈয়দপুর নির্বাচনী প্রচারণা শেষে বিএনপি মহাসচিব দিনাজপুর যাবেন। বিকেলে সেখানে তিনি নির্বাচনী জনসভায় যোগ দিবেন। এছাড়া আগামীকাল রোববার তিনি ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণা চালানোর কথা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads