সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে চিকিৎসার জন্য টেকনাফে যাওয়ার পথে ট্রলারে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুলসুমা বেগম (২৩) নামের গর্ভবতী নারী। তিনি দ্বীপের বাসিন্দা আব্দুস শুকুরের স্ত্রী।
মঙ্গলবার সকাল ৭ টার দিকে ঘটনাটি ঘটে। মৃত্যুর সংবাদটি জানিয়েছেন টেকনাফের বাসিন্দা ও সংবাদকর্মী জাবেদ ইকবাল চৌধুরী।
তিনি জানান, কুলসুমা গর্ভবতী অবস্থায় ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ দেখা গেলে জরুরি ভিত্তিতে টেকনাফ নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝপথে (সমুদ্রে) সকাল ৭ টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।কুলসুমা সেন্টমার্টিনের বাসিন্দা লম্বা ঘরের জামাল মিস্ত্রির কন্যা।
স্থানীয় মেম্বার হামিদ উল্লাহ জানান,সরকার সেন্টমার্টিনে হাসপাতাল করে দিলেও এখানে সারা বছর ডাক্তার থাকে না। কর্মচারীরা কোনো মতে জ্বর সর্দির ওষুধ দেয়। তাই কোনো সমস্যা হলেই টেকনাফ যেতে হয়। তাই মাঝপথে অনেকের মৃত্যু হয় এটা প্রনিয়ত হচ্ছে কিন্তু আমরা কাকে বলবো কে শুনবে আমাদের কথা।





