সেনবাগে সাজাপ্রাপ্ত ও ১১ মামলার পলাতক আসামিসহ গ্রেফতার ৫

সেনবাগে পুলিশের হাতে গ্রেফতার মো. মামুন প্রকাশ ওরেফে কসাই মামুন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেনবাগে সাজাপ্রাপ্ত ও ১১ মামলার পলাতক আসামিসহ গ্রেফতার ৫

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মার্চ, ২০১৯

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ১১ মামলার পলাতক আসামি মো. মামুন প্রকাশ ওরফে কসাই মামুনসহ (৩৫) পাঁচজনকে গ্রেফতার করেছে । শনিবার রাতে সেনবাগ থানার এসআই আশিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গ্রেফতার করে। গ্রেফতার মামুনের বাড়ি সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা গ্রামের। সে ওই গ্রামের মিঝি বাড়ির আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে সেনবাগ, সোনাইমুড়ি, লাঙ্গলকোট, ফেনী ও মিরশরাই থানা চুরি, ডাকাতি সহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে সেনবাগ থানায় তিনটি।

একই রাতে থানার এসআই জসিম উদ্দিন ও এএসআই মো. জালাল অপর অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গিয়াস উদ্দিনকে (৪৩) গ্রেফতার করেছে। গিয়াস উদ্দিন আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি।

একই রাতে থানার এসআই গৌর চন্দ্র সাহা অপর এক অভিযান চালিয়ে পৌরসভা পলাতক আসামি মো. রবিন (২২) ও  কামাল উদ্দিন (৩৮) গ্রেফতার করেছে।

এছাড়াও থানার এএসআই মোঃ কাউছার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের অভিযান চালিয়ে মোস্তফার ছেলে বাহার উদ্দিনকে (১৫) গ্রেফতার করেছে।

শনিবার দুপুরে তাদেরকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads