সেনবাগে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেনবাগে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মে, ২০১৯

নোয়াখালীর সেনবাগ উপজেলার পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান গোলাম কবির এবং মহিলার ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন।

এ উপলক্ষে রোববার দুপুরে সেনবাগ উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা নাছউল্লাহ আল মাহমুদের সঞ্চালানায় নব নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ ও বিদায়ীদের দায়িত্ব অর্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন-নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী, বিশেষ অতিথি সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বিদায়ী ভাই চেয়ারম্যান আবদুল মালেক ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন, সেনবাগ থানার অফিসার ইনর্চ্জা (ওসি) মিজানুর রহমান।

এসময় বক্তব্য রাখেন-নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার রক্তিম চৌধুরী, স্থানীয় এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী, অজুনতলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রমুখ।

দায়িত্বগ্রহন শেষে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইসে চেয়ারম্যানরা সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads