সেনবাগের ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান ফের বরখাস্ত

সেনবাগের ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান

সংগৃহীত ছবি

সারা দেশ

সেনবাগের ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান ফের বরখাস্ত

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ মার্চ, ২০১৯

নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানকে ফের সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণলয়। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রাণালয়ের উপসচিব মো.ইফতেখার আহম্মদ চৌধুরী স্বক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আবদুর রহমান ইউনিয়নের বিএনপির সভাপতি ও উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

চিঠিতে বলা হয়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আয় ব্যয়ের হিসাব(রির্টান) দাখিল না করায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হচ্ছে। এছাড়াও তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুুর রহমান।

ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান বরখাস্তে চিঠি পাওযার কথা স্বীকার করে বলেন, তাকে অহেতুক হয়রানি করার জন্য বরখাস্ত করা হয়েছে। এর আগেও তাকে চারবার বরখাস্ত করা হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads