সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগের সড়ক দুর্ঘটনায় মোঃ শাহাদাত হোসেন প্রকাশ সাধন (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের দরগাবাড়ি পোলের গোড়া সংলগ্ন জেবিএম ব্রিকফিল্ডে সামনে ওই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সাধন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির শায়েস্তানগর গ্রামের লায়ন জাহাঙ্গীর আলম মানিক সিআইপির বাড়ির মৃত আব্দুস সাত্তারের ছেলে। সে হাজনী খাল সাধন স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলো।
স্থানীয়রা জানায় মঙ্গলবার সকালে ফজরের নাম শেষে সাধন (প্রাত ভ্রমনে) হাটতে বের হয়ে জেবিএম ব্রিকফিল্ডের সামনে পৌছলে পিছন থেকে অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রæত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ রাস্তার উত্তর পাশ্বে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন জানান,কেউ থানায় বিষয়টি অবহিত করেনী।