দুর্ঘটনা

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মে, ২০২৩

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত মাদরাসা ছাত্র নাহিদুল ইসলাম প্রকাশ নাহিদ (১২) ১৩দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ভোর ৪টার সময় ঢাকার শেখ হাসিনা প্লাষ্টিক এন্ড বার্ন ইউনিটের সার্জারী বিভাগে মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৫মে) দুপুরে সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া মোহাম্মদিয়া মাদরাসায় ওই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটেছে। নিহত নাহিদ উপজেলার খাজুরিয়া গ্রামের পন্ডিত বাড়ির মনির হোসেনের ছেলে। ওই ঘটনায় একই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছাতারপাইয়া গ্রামের মোঃ সেলিমের ছেলে মোঃ মেহেদী হাসান হৃদয় (১২)গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা জানায় শুক্রবার দুপুর পৌনে ১টারদিকে খাজুরিয়া মোহাম্মদিয়া মাদরাসার শিক্ষকরা মাদরাসার ছাত্রদের দিয়ে ৪তলা ভবনের ছাঁদ পরিস্কার করতে পাঠায়। ছাত্ররা ছাদ পরিস্কার সময় ভবনের পাশ্বদিয়ে যাওয়া বিদ্যুৎতের ৩৩ কে কেবিএ সঞ্চালন লাইনের সাথে এসএস পাইপ লেগে নাহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরে অধিকাংশ পুড়ে যায় এবং হৃদয় ৪তলা ভবনের ছাঁদ থেকে নিছে পড়ে গুরুত্ব আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে নাহিদকে ঢাকার শেখ হাসিনা প্লাষ্টিক এন্ড বার্ন ইউনিটের সাজার্রী বভাগে এবং হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ১৩দিন চিকিৎসাধীন থাকার অবস্থায় বুধবার ভোর ৪টার সময় নাহিদর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাহিদের মামা মোঃ জাকির হোসেন।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী মৃত্যুর বিষয়টি জানতে পেরেছেন বলে নিশ্চিত করে জানান, এবিষয়ে কেউ থানায় অভিযোগ করেনী। তবে, অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads