সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি \
নোয়াখালীর সেনবাগে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১৫লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর আবুল কাশেম নেতা দোকান নামক স্থানের আবদুল মান্নান মাকেটে।
বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকান গুলো হচ্ছে, আবুল কাশেম নেতার মুদি দোকান, ইমনের মুদি দোকান, রিয়াজের অটোপার্সর দোকান, আবদুল্লাহ মুসলিম সেলুন ও আমির হোসেন হোটেল,
আগুন লাগার পর একাধিক বার সেনবাগ উপজেলা ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হলেও তারা আগুন নেভাতে ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে,মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পরির্দশনে আসা ফায়ার সার্ভিসের নোয়াখালী সহকারী পরিচালক ফরিদ আহম্দ জানান, ফোন পাওয়ার পরপরই দমকল কর্মিরা ষ্টেশন থেকে দ্রæত বের হন। কিছু দুর আসার পর ফের তাদের নিষেধ করার তারা স্টেশনে ফিরে যায়।