উপজেলার রথখোলা-তালের বাজার সড়কের একটি সেতুর মাঝে গর্ত হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ওই সেতু দিয়ে শিক্ষার্থীসহ এলাকার লোকজন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। উপজেলা এলজিইডি বিভাগের এই সেতুর সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা-তালের বাজার সড়কের ভদ্রপাড়ার ওয়াপদা খালের ওপর ২০ বছর আগে একটি ঢালাই সেতু নির্মাণ করা হয়েছিল। তখন ওই সেতু নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহার করায় ৪-৫ বছর আগেই সেতুটির বিভিন্ন স্থান ভেঙে রড বের হয়ে গর্তের সৃষ্টি হয়। গর্তের কারণে ওই সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। গর্তের মধ্যে কাঠ দিয়ে মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ওই স্থানের সেতুর ব্যাপারে আমাদের প্রকল্প দেওয়া আছে। প্রকল্প অনুমোদন হলেই নির্মাণকাজের টেন্ডার আহ্বান করা হবে।