নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে গণধর্ষণের শিকার গৃহবধূর দায়িত্ব নিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
শুক্রবার সন্ধ্যায় এমপির পক্ষ থেকে জেলা আ.লীগের একটি প্রতিনিধি দল ধর্ষিতাকে দেখতে হাসপাতাল যান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মমিন বিএসসি, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভা আ’লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।
নোয়াখালী শহর আ.লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু জানান, এমপি একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে ধর্ষিতাকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও তার উন্নত চিকিৎসা ও পরিবারের সচ্ছলতাসহ যাবতীয় সকল দায়িত্ব তিনি বহন করবেন।
তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে। যারা গ্রেফতার হয়েছে ও যারা এখনো গ্রেফতারের বাকী আছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবেনা বলেও ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য।