সুহানাকে নিয়ে দোটানায় শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা

ছবি : ইন্টারনেট

বলিউড

সুহানাকে নিয়ে দোটানায় শাহরুখ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

বলিউড বাদশাহ শাহরুখ খান। একেবারেই পারিবারিক মানুষ তিনি। যেকোনো কিছুর চেয়ে তার কাছে পরিবারের গুরুত্ব বেশি। স্ত্রী গৌরী খান ও তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়েই তার পারিবারিক জীবন। সামাজিক মাধ্যমে প্রায়ই সন্তানদের ছবি শেয়ার দিতে দেখা যায় বলিউড বাদশাহকে। সবই চলছিল ঠিকঠাক। কিন্তু মেয়ে সুহানা খানকে নিয়ে দোটানায় পড়েছেন বাদশাহ। সুহানা খান বলিউডে অভিষেক করতে চান। গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন সুহানা। আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির সেটে দেখা যায় তাকে- চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে জানতেই নাকি শুটিং সেটে হাজির হন সুহানা। অভিনয়ে সুহানার তীব্র আগ্রহ থাকলেও বাবা শাহরুখ চান মেয়ে আগে পড়ালেখা শেষ করুক। বাবার কথা মেনে সুহানা এখন লন্ডনে পড়াশোনা করছেন।

সুহানা বন্ধ পেলেই ভারতে ছুটে আসেন। ছুটি শেষে প্রতিবার মেয়েকে বিদায় দেওয়ার সময় বিমর্ষ হয়ে পড়েন শাহরুখ। এবারো একই ঘটনা ঘটেছে। মেয়েকে বিদায় জানিয়ে বেশ আবেগী হয়ে পড়েন শাহরুখ। ইনস্টাগ্রামে সুহানার উদ্দেশে বাবা লেখেন, ‘মিস ইউ মাই গার্ল।’ উত্তরে সুহানা লেখেন, ‘মিস ইউ টু পাপা, লাভ ইউ।’

স্টার কিডদের বরণ করে নিতে একদম প্রস্তুত বলিউড। সারা আলি খান থেকে শুরু করে জাহ্নবী কাপুর-ঈশান খট্টর- এই বলিউড বেবিরা তাদের যাত্রা শুরু করেছেন এবং এখন সবার চোখ শাহরুখকন্যা সুহানার দিকে।

কিছুদিন আগে সুহানা তার ‘ক্রাশের’ নাম ঘোষণা করেন। সেই তিনি হলেন জনপ্রিয় কোরীয় সঙ্গীতশিল্পী, গীতিকার ও অভিনেতা সুহো। আসল নাম কিম জুন-মিয়ুন হলেও সুহো নামেই তিনি বিখ্যাত। সুহোর সঙ্গে ‘ডেট’ করারও ইচ্ছে প্রকাশ করেন সুহানা। সবশেষ ছবি ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও শাহরুখ খানের কাছে এই ছবির মূল্য অন্য যেকোনো ছবির চেয়ে বেশি। কারণ, এই সিনেমার সেটেই কন্যা সুহানা খানের সঙ্গে কাজ করেছেন তিনি। ৫৩ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘জিরো’র সেটে তার সহকারী পরিচালক ছিলেন সুহানা খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads