নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে শাহীনা আক্তার রোকসানা (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাহীনা আক্তার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামের ওলি উদ্দিনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় গত ৩/৪ বছর আগে পারিবারিকভাবে ওলি উদ্দিনের সাথে আব্দুর রহিমের মেয়ে শাহীনা আক্তারের বিয়ে হয়। গত কয়েক মাস আগে ওলি উদ্দিন দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে দ্বিতীয় বিয়ে নিয়ে শাহীনার সাথে প্রায় ঝগড়া হতো ওলির। এর সূত্র ধরে বুধবার বিকেল তিনটার দিকে ওলির সাথে ঝগড়া হয় শাহীনার। রাতে বাড়ীর লোকজন তাদের ঘর থেকে শাহীনার শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দেখেন সে কীটনাশক ওষুধ খেয়েছে। পরে ওলি উদ্দিন ও বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহীনা আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।