অচিরেই মণিরামপুর পৌরসভার প্রতিটি বাড়ি পেতে যাচ্ছে সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধা। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহের পাইপলাইন সংযোগ ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সকল কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলাদশেরে সরকার (জিওবি) ও আইডিবি (ইসলামী উন্নয়ন ব্যাংক) যৌথভাবে এ কাজের অর্থায়ন করছে। কাজের বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও মণিরামপুর পৌরসভা। আজ (শনিবার) আনুষ্ঠানকিভাবে পানি সরবরাহরে কাজের উদ্বোধন হবে বলে নিশ্চিত করছেন পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। তিনি জানান, পৌরসভার প্রতিটি বাড়িতে পানি সরবরাহের জন্য নিরলসভাবে চেষ্টা করা হচ্ছে। এর ফলে প্রতিটি বাড়িতে জীবাণুমুক্ত সুপেয় পানি ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
জনস্বাস্থ্য অধদিপ্তররে প্রকৌশলী জয়দবে দত্ত জানান, তেইশ পৌরসভা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ১০ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৭৯৫ টাকা ব্যয়ে স্থাপিত হবে এ পানি সরবরাহের কাজ। দরপত্র আহ্বানের প্রক্রিয়া সম্পন্নের পর মেসার্স শামীম অ্যান্ড সুমন জেভি নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান গত ২ মে এ কাজের কার্যাদেশ পায়। ইতোমধ্যে পৌর ভবনসংলগ্ন এবং তাহরেপুর গ্রামস্থ দুটি স্থানে ভূর্গভস্থ পানি উত্তোলনরে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কার্যাদেশের ৩০০ দিনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রায় ৩৪ কিলোমিটার পাইপলাইন সংযোগের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার প্রায় ৬ হাজার ৬শ হোল্ডিং চার্জ প্রদানকারী বাড়ি রয়েছে। পৌরসভার ৮নং ওয়ার্ড (কামালপুর-মোহনপুরের আংশিক) এবং ৯নং ওয়ার্ড (বিজয়রামপুর) পরবর্তী ধাপে সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধা পাবে।