সারা দেশ

সুনামগঞ্জে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ''
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে র‌্যাব ২২৫ বোতল বিদেশি মদসহ আব্দুর রউফ (৪৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব এলিট ফোঁস)। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯,সিপিসি-৩ সুনামগঞ্জের একটি অভিযানিক দল আটক করে। আটক রউফ উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে।

র‌্যাব-৯ সিলেট সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল এর সত্যতা নিশ্চিত করে জানান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্ব আসামি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার,হত্যা মামলা, সন্ত্রাসী,চাঁদাবাজ,জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads