সুইজারল্যান্ডে ক্রিপ্টোকারেন্সি তৈরি করছে ফেসবুক

সংগৃহীত

টেলিযোগাযোগ

সুইজারল্যান্ডে ক্রিপ্টোকারেন্সি তৈরি করছে ফেসবুক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ মে, ২০১৯

ফেসবুক যে ব্লকচেইন প্রযুক্তি নিয়ে কাজ করছে এটি পুরনো সংবাদ। নতুন খবর হলো, প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ডে একটি প্রতিষ্ঠান গঠন করে কাজটি করছে। সেখানেই বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি তৈরির কাজ করছে ফেসবুক। সেই প্রতিষ্ঠানে তৈরি নিজস্ব ভার্চুয়াল মুদ্রা দিয়ে অনলাইনে লেনদেন করা যাবে বলে জানা যাচ্ছে।

তবে এখানেও কিছু কৌশলী হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটি। তারা ক্রিপ্টোকারেন্সিকে ডলারের সঙ্গে যুক্ত করছে। ফলে হঠাৎ করেই বিটকয়েনের মতো অস্থিতিশীল হয়ে যাবে না এর দাম।

প্রতিষ্ঠানটির আনা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার নাম লিব্রা রাখা হতে পারেও ধারণা করা হচ্ছে। কারণ কিছুদিন আগেই জেনেভাতে লিব্রা নেটওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠান খুলেছে ফেসবুক।

সুইজারল্যান্ডে খোলা ওই প্রতিষ্ঠান অবশ্য রয়েছে আয়ারল্যান্ডের ফেসবুক গ্লোবাল হোল্ডিংস ২-এর মালিকানায়। লেনদেন, ব্লকচেইন, অ্যানালিটিকস, বিগ ডাটা এবং পরিচয় ব্যবস্থাপনার মতো ক্রিপ্টোকারেন্সিবিষয়ক সফটওয়্যার ও হার্ডওয়্যার বানাতে কাজ করবে লিব্রা নেটওয়ার্কস।

এর আগে গত ফেব্রুয়ারিতে জানা গেছে, ফেসবুক তাদের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে ব্যবহারের জন্য ভার্চুয়াল মুদ্রা আনতে ৫০ সদস্যের দল গঠন করেছে। যারা ক্রিপ্টোকারেন্সির উন্নয়নে কাজ করছে বলেও জানা গেছে।

তবে প্রতিষ্ঠানটির কাছ থেকে অবশ্য এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads