সিলেট-৩ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের ভরসা হাবিবের ওপর

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

সিলেট-৩ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের ভরসা হাবিবের ওপর

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ১২ জুন, ২০২১

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ) আসনের উপনির্বাচনে দলীয় হেভিওয়েট প্রায় ২৫ নেতাকে ডিঙিয়ে নৌকা নিয়ে ফিরলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব।

শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় হাবিবুর রহমান হাবিবকে সিলেট-৩ আসনে নৌকা প্রতীক দেওয়া হয়।

এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ করোনা আক্রান্ত হয়ে মারা গেলে কে হচ্ছেন এই আসনের পরবর্তী সংসদ সদস্য এ নিয়ে সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে নানা তর্ক-বিতর্ক। তবে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৩ আসনে চমক দেখিয়েছেন হাবিবুর রহমান হাবিব। প্রায় ২৫ জনকে পাশ কাটিয়ে মনোনয়ন পাকা করে নিলেন এই নেতা। সিলেট-৩ আসনে প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদের উত্তরসূরী হতে ২৫ জন মনোনয়ন ফরম ক্রয় করেন।

এর মধ্যে মাহমুদ উস সামাদের স্ত্রী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা ফারজানা সামাদ চৌধুরী,আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক দুলালের আলোচনা ছির দলীয় নেতাকর্মীদের মুখে মুখে। এছাড়া আলোচনায় জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহ মুজিবুর রহমান জকন, ব্যবসায়ী নেতা তাহমিন আহমদ, ষাটের দশকের ছাত্রনেতা মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি পিপি নিজম উদ্দিন অ্যাডভোকেট, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেস্টার শাখার সাবেক সভাপতি স্যার এনাম উল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম আসম মিসবাহ, সিলেট জেলা যুবলীগের সাবেক সদস্য শামীম ইকবাল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য এম সাদরুল আহমেদ খান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম আহমদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস শহীদ কাজল।

নৌকা প্রতীক পেয়ে এক প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান হাবিব জানান, সবসময় এলাকার মানুষের পক্ষে কাজ করেছি। এমপি না হয়েও এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করেছি। সাধ্যমত সবসময় মানুষের পাশে থেকেছি। মানুষের দোয়া আর ভালোবাসায় এবার আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। এজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সিলেট-৩ আসনের সর্বস্তরের মানুষসহ দলীয় নেতাকর্মীদের আন্তরিকতায় নৌকা জয়ী হবে।

এদিকে, বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ায় এ আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জাতীয়পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, খেলাফত মজলিস থেকে ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন। এছাড়া আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads