সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে বন্দরবাজারস্থ মুধবন সুপার মার্কেট ও সিটি সুপার মার্কেট এবং জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশন ওরাজা ম্যানশন ১০ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন। এছাড়া নগরীর ঝুঁকিপূর্ণ অন্যান্য বাসা-বাড়ি ও ভবনের বাসিন্দাদেরও অন্যত্র সরে যেতে বলা হয়েছে।
রোববার বিকাল তিনটায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ঝুঁকিপূর্ণ এসব মার্কেটে গিয়ে নির্দেশনা দেন। এ সময় তার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা ছিলেন।
গত শনিবার ও রোববার কয়েক দফায় সিলেট নগরীতে ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, সিলেটে আগামী এক সপ্তাহ বড় ধরণের ভূমিকম্পের শঙ্কা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগাম প্রস্তুতি হিসেবে অভিযানে নামে সিলেট সিটি কর্পোরেশন।
ঝুঁকিপূর্ণ মার্কেট পরিদর্শন করে ব্যবসায়ীদের আগামী ১০ দিন মার্কেট বন্ধ রাখার অনুরোধ জানান মেয়র আরিফ। এসময় তিনি জানান, সিলেট নগরীতে দফায় দফায় ভূমিকম্পের কারণে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে আগে থেকেই ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত এই ৪মার্কেট অন্তত ১০ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ বাসাবাড়ির বাসিন্দাদেরও আগামী ১০ দিন অন্যত্র থাকার পরামর্শও দেন তিনি।
এদিকে, মেয়রের নির্দেশনা পেয়ে করণীয়সম্পর্কে বৈঠকে বসেছেন উল্লেখিত মার্কেটগুলোর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।
এদিকে, মার্কেটে অভিযান শেষে মেয়র আরিফের নেতৃত্বে সিসিক ও জেলা প্রশাসনের প্রতিনিধি দল নগরীর পাঠান টুলায় যান। ভূমিকম্পের কারণে সেখানকার হেলেপড়া দুটি ৬ তলা ভবন পরিদর্শন করেন। বর্তমানে দুটি ভবন একটি অপরটির দিকে অন্তত দুই ফুটকরে হেলে আছে। ভবনগুলো পরিদর্শন শেষে বাসিন্দাদের আগামী ১০ দিনের জন্য অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন মেয়র।