সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঝড়ে গেলো তাজা তিনটি প্রাণ।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে লালাবাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস। এতে ঘটনস্থলেই অটোরিকশাচালকসহ মা-মেয়ে নিহত হন।খবর পেয়ে দক্ষিণ সুমরা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন- সিলেটের বিশ্বনাথের পূর্ব চাশনীকাপন গ্রামের রাহেলা বেগম (৫০), তার মেয়ে কামরুন্নাহার শিপা (২২) ও ওসমানী নগরের কুরুয়া গ্রামের অটোরিকশা চালক শামীম মিয়া (৩৫)। তাদের মরদেহ উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
দুর্ঘটনায় গুরুতর আহত আরো দুইজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিকেল পৌনে ৫টার দিকে লালাবাজারে হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।নিহতরা সকলেই অটোরিকশায় ছিলেন।