অপরাধ

সিলেটের বালাগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত ৬ সেপ্টেম্বর, ২০২১

সিলেটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় আহমদ আলী (৫৫) নামের এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। ঘটনা ঘটেছে, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তের প্রতিবেশীর ৬ বছরের শিশু কন্যা সহপাঠিদের সাথে শুক্রবার বিকেলে আহমেদ আলীর দোকানের পাশে খেলতে যায়। এসময় আহমদ আলী শিশুটিকে নানা লোভ দেখিয়ে দোকান ঘরের সাথে বাসগৃহে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশু কান্না করায় শিশুকে ঘর থেকে বের করে দেন। শিশুটি কান্না করে বাড়িতে যাওয়ার কারন জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে মায়ের কাছে বিষয়টি জানায়।

ধর্ষনের চেষ্টার এ এখবর বিদ্যুৎ গতিতে এলাকায় ছড়িয়ে পড়ে সন্ধ্যার পর উত্তেজিত এলাকাবাসী ধর্ষনের চেষ্টাকারি বৃদ্ধ আহমদ আলীকে তার বাসগৃহে অবরুদ্ধ করে রাখেন। এ সময় তার বন্ধ দোকান ঘরে লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ রাত ১১ টায় অবরুদ্ধ আহমদ আলীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

শিশু কন্যার পিতা ইরাব আলী বাদী হয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগ করে আহমদ আলীকে আসামী করে বালাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় (নং ০১) গ্রেফতার দেখিয়ে আহমদ আলী কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই জহুর লাল দত্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads