সিরিজ বৈঠকে বসছে ইআরডি

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)

রাজস্ব

কাটছাঁট হচ্ছে বিদেশি সহায়তা

সিরিজ বৈঠকে বসছে ইআরডি

  • জাহিদুল ইসলাম
  • প্রকাশিত ৪ জানুয়ারি, ২০১৯

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বিদেশি উৎস থেকে সহায়তা হিসেবে ৬০ হাজার কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) প্রকল্প বাস্তবায়নে বিদেশি তহবিল থেকে ব্যয় হয়েছে ১২ হাজার ৯৭১ কোটি টাকা। শতকরা হিসাবে এই সময়ে ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র ২১ দশমিক ৬২ শতাংশ। এ অবস্থায় এডিপিতে বিদেশি সহায়তা বরাদ্দ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সবগুলো মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সিরিজ বৈঠকে বসছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

ইআরডি সূত্র জানায়, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিপিটিইউ সভাকক্ষে দুই দিনের সিরিজ বৈঠক শুরু হবে আগামী ৯ জানুয়ারি। এতে সভাপতিত্ব করবেন ইআরডি সচিব মনোয়ার আহমেদ। প্রথম দিন মোট ১০টি খাতের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকবেন। ১০ জানুয়ারি অবশিষ্ট সাত খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। এর আগেই প্রতিটি প্রকল্পের বিপরীতে বিদেশি বরাদ্দের চাহিদা ফরেন এইড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়ে মন্ত্রণালয়, বিভাগসহ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট ৫৭টি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে ইআরডি।

সূত্র জানায়, ১৯ ও ২০ ডিসেম্বর তারিখে সিরিজ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ইআরডি। এর অংশ হিসেবে বিভিন্ন দফতরে চিঠিও পাঠানো হয়েছিল। অবশ্য নির্বাচনের কারণে এডিপিতে বড় ধরনের কাটছাঁটের সিদ্ধান্ত থেকে সরে আসে অর্থ মন্ত্রণালয়। নির্বাচনের পর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আবারো এডিপি কাটছাঁটের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইআরডির কর্মকর্তারা।

বিভিন্ন দফতরে পাঠানো চিঠিতে ইআরডি বলেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়নে অগ্রগতির ওপর ভিত্তি করে সংশোধিত এডিপিতে (আরএডিপি) প্রকল্পভিত্তিক বৈদেশিক সহায়তা বরাদ্দ দেওয়া হবে। এছাড়া বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার প্রতিনিধিদের উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে কোনো সংস্থার প্রতিনিধি উপস্থিত না থাকলে পরে এ বিষয়ে কোনো আপত্তি বিবেচনা করা সম্ভব হবে না বলেও চিঠিতে বলা হয়েছে।

ইআরডি জানায়, প্রথম দিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ, পরিবহন, তেল-গ্যাস ও প্রাকৃতিক সম্পদ, যোগাযোগ, সমাজকল্যাণ-মহিলাবিষয়ক ও যুব উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি, স্বাস্থ্য-পুষ্টি-জনসংখ্যা ও পরিবার কল্যাণ, কৃষি ও ধর্ম এবং গণসংযোগ খাতের মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক হবে। শেষ দিন বৈঠকে উপস্থিত থাকবেন ভৌত-পরিকল্পনা-পানি সরবরাহ ও গৃহায়ন, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান, পানিসম্পদ, জনপ্রশাসন, শিল্প, বিজ্ঞান-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং শ্রম ও কর্মসংস্থান খাতের প্রতিনিধিরা।  বিশ্বব্যাংকের ঢাকা অফিসের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, নির্বাচনের কারণে এডিপির বাস্তবায়ন কমে আসে। এর ফলে বিদেশি সহায়তার ব্যবহারও কমেছে। ফলে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার বড় একটা অংশ কেটে নেওয়ার আশঙ্কা থাকে।

সূত্র জানায়, গত অর্থবছরের এডিপিতে বিদেশি সহায়তা বাবদ ৬০ হাজার ৪১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। আরএডিপিতে এ বরাদ্দ নামিয়ে আনা হয় ৫২ হাজার ৫০ কোটি টাকায়। আর বছর শেষে বিদেশি সহায়তা থেকে ৫২ হাজার ৩৩৭ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads