সিরাজদিখানে হানাদার মুক্ত দিবস পালিত

সিরাজদিখানে হানাদার মুক্ত দিবস পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সিরাজদিখানে হানাদার মুক্ত দিবস পালিত

  • সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ নভেম্বর, ২০১৮

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২০ নভেম্বর মুন্সীগঞ্জ বিক্রমপুর অঞ্চলের মধ্যে সর্বপ্রথম সিরাজদিখান উপজেলা পাক হানাদার মুক্ত হয়। মুন্সীগঞ্জ বিক্রমপুরে সিরাজদিখানেই প্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়।

দিবসটি উপলক্ষে সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিমের সভঅপতিত্বে উপস্থিত ছিলেন আব্দুল মতিন হাওলাদার, ওসি ফরিদ উদ্দিন, আলী আহম্মদ বাচ্চু, দলিলউদ্দিন মাস্টার, এ কেএম সামসুদ্দিন আহম্মেদ খায়ের, মোঃ আসাদুজ্জামান বাপ্পি, ডাঃ দুলাল হোসেন, সওকত মোল্লা, সুজন দেওয়ান, জাহিদুল হক, নাদিম হায়দার সেন্টু, সাইফুল ইসলাম, এসএম কবিরউদ্দিন, সবির মাস্টার, গোলাম মাওলা প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads