সিরাজগঞ্জে বাস চাপায় ২্জন নিহত

প্রতীকী ছবি

দুর্ঘটনা

সিরাজগঞ্জে বাস চাপায় ২্জন নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ, ২০২০

সিরাজগঞ্জের কামারখন্দে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের হাসিনুর রহমান (২৩) ও একই গ্রামের মিরাজ উদ্দিন (২২)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম জানান, মঙ্গলবার ভোরে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হন হাসিনুর ও মিরাজ। কোনাবাড়ী এলাকায় একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান হাসিনুর। গুরুতর আহত অবস্থায় মিরাজকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয় পুলিশ। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads