সিরাজগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

প্রাকৃতিক দুর্যোগ

সিরাজগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুন, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও কাজিপুরে বজ্রপাতে তিন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া ও কাজিপুর উপজেলার চরাঞ্চল নিশ্চিন্তপুর ইউনিয়নের পুর্বজজিরা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের নেফাজ সরকারের ছেলে নজরুল ইসলাম (৪৮) ও উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আলহাজ্ব আলীর ছেলে আতিক হাসান (৩২) ও নিশ্চিন্তপুর ইউপির পুর্বজজিরা গ্রামের কাইঞ্চা মন্ডলের ছেলে ফরিদ উদ্দিন (৫০)। 

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা জানান, দুপুরের দিকে জমি থেকে খড় আনতে যান নজরুল ইসলাম। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলে নজরুল মারা যায়।

অপরদিকে, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, বিকালে নিজের জমিতে আতিক হাসানসহ চার কৃষক মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে চারজন গুরুত্বর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আতিক হাসানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, বিকেলে চরাঞ্চলের খেয়াঘাট এলাকায় জালাল উদ্দিন নৌকা থেকে গো-খাদ্য নামাচ্ছিলেন। এ সময় বৃষ্টি-ঝড়সহ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই জালাল মারা যায়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads