সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় ইমরান হোসাইন জনি (২০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসাইন জনি উল্লাপাড়া উপজেলার উলিপুর পশ্চিমপাড়া এলাকার মো. পরী তালুকদারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের ১১ পদাতিক ডিভিশনে সেনা সদস্য হিসেবে কমর্রত ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, সেনা সদস্য ইমরান হোসাইন জনি কোনাবাড়ী এলাকায় নানার বাড়ী বেড়াতে এসেছিলেন। সন্ধ্যার দিকে তিনি দু-আরোহীকে নিয়ে মোটর সাইকেল চালিয়ে স্থানীয় বাজারে যাবার পথে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে টেনে-ছেঁচড়ে বেশ কয়েক গজ নিয়ে যায়। এতে ইমরান হোসাইন জনিসহ অন্য দুই আরোহীরাও আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পর ইমরান হোসাইন জনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকী দুজন চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করলেও এর চালক হেলপার পালিয়ে গেছে।





