সিগারেট অনতে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে ছাত্র খুন : আটক ১

মানচিত্রে বগুড়া

সংগৃহীত ছবি

অপরাধ

সিগারেট অনতে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে ছাত্র খুন : আটক ১

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ডিসেম্বর, ২০১৮

সিগারেট আনতে রাজি না হওয়ায় রাকিবুল হাসান হৃদয় (১৯) নামের এক কলেজ ছাত্রকে খুন করা হয়েছে। নিহত হৃদয় শহরের ঠনছনিয়া দক্ষিণপাড়া এলাকার মোশারফ হোসেনের পুত্র। সে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ২য় বর্ষের ছাত্র। জানা গেছে, স্বেচ্ছাসেবকলীগ নেতা মারুফ মোর্শেদ প্রলয় হৃদয়কে সিগারেট আনতে বললে সে অপারগতা প্রকাশ করলে মারুফ তাকে উর্পযুরি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল পার হওয়ার পর হৃদয় মারা যায়। এ  ঘটনায় তালহা (১৭) নামের একজনকে আটক করা হয়েছে। মারুফ মোর্শেদ বগুড়া শহর (দক্ষিন) এর যুগ্ম সাধারণ সম্পাদক।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী জানন, রবিবার বেলা ১ টার দিকে রাকিবুল হাসান হৃদয় কলেজের প্রিটেষ্ট পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় সুলতানগঞ্জ হাই স্কুলের কোনায় মারুফ মোর্শেদ কয়েকজন বন্ধু নিয়ে আড্ডা মারছিল। এ সময় মারুফ মোর্শেদ হূদয়কে সিগারেট আনতে বলে। কিন্তু হৃদয় সিগারেট আনতে অপারগতা প্রকাশ করায় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে একজনকে আটক করা হয়েছে। কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল জানান, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত হৃদয়কে হাসপাতালে ভর্তি করে দেই। এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে শাজাহানপুর থানায় ৩জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads