মানিকগঞ্জ, সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মোটসাইকেল দূর্ঘটনায় তাহমিন(১৬ )নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রুহান নামের আরেক জন গুরুত্ব আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সিংগাইর পৌর এলাকার আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্রীজ সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনের বাড়ী উপজেলার উত্তর চারিগ্রামে। পিতার নাম রুহুল আমিন। আহত রুহানের বাড়ী একই ইউনিয়নের দাশের হাটি গ্রামে। পিতা মৃত.আজমত আলীর ।
প্রত্যাক্ষদর্শীরা জানান ,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজিমপুর ব্রীজের পশ্চিম পাশের ঢালে একটি কাটা সিএনজি ও পূর্ব দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে মোটরসাইকেল আরোহী ও পিছনে থাকা একজন ছিটকে পড়েন। মোটর সাইকেল আরোহী রাস্তার রেলিংয়ের সাথে আঘাত পেয়ে, তার হাত,পা ভেঙ্গে গুরুতর আহত হন । স্থানীয়রা তাদের ২জনকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৭ টার দিকে তাহমিনের মৃত্যু হয়। আহত রোহান চিকিৎসাধীন রয়েছেন।