সারিয়াকান্দিতে ধানের শীষের পোস্টার স্থান পেল নর্দমায়!

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সারিয়াকান্দিতে ধানের শীষের পোস্টার স্থান পেল নর্দমায়!

  • তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ডিসেম্বর, ২০১৮

বগুড়ার সারিয়াকান্দিতে ধানের শীষের প্রচারণার পোস্টার ছিঁড়ে নর্দমায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এমন ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে দাবি জানান, পোস্টার ছিঁড়ে নর্দমায় ফেলে দিলে কি হবে, ধানের শীষের যে জনসমর্থন রয়েছে তা দমানো খুবই কঠিন হবে। রিটারিং কর্মকর্তার দাবি অভিযোগ না পাওয়ায় কোন ব্যবস্থা নিতে পারছি না।

আজ শনিবার দিনভর নির্বাচনী সারিয়াকান্দির বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন নির্বাচনী এলাকার হাটে-বাজারে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে নৌকার পোস্টারের পাশাপাশি শোভা পাচ্ছিল ধানের শীষের পোস্টার। কিন্তু আজ সেখানে শোভা পাচ্ছে শুধু নৌকার পোস্টার।

স্থানীয়রা আরও জানান, দুই-তিনদিন আগে যেখানে নৌকার পোস্টারের পাশাপাশি ছিলো ধানের শীষের পোস্টার, সেখানে একদল মোটর সাইকেল বহর এসে ধানের শীষের পোস্টার ছিঁড়ে ডোবা ও নর্দমায় ফেলে দেয়। এমন আচরণে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ বিএনপি সমর্থকরা নিন্দা জানিয়েছে। সমর্থকরা দাবি করছেন এতে মানুষের মনে দলের প্রতি আরও ভালভালবাসা বেড়ে যাচ্ছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আরও দাবি করেন, নির্বাচনকে এক পেশে করতে এ কর্মকান্ড করছে আওয়ামী নামের দুর্বত্তরা।

অপরদিকে নারচী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলেকট্রিশিয়ান রেজাউল করিম সহ দলীয় নেতাকর্মীরা দাবি করছেন, যেখানে সব কাজ করবে আব্দুল মান্নান সেখানে অন্য দলের পোস্টার শোভা পায় কি করে? এর জন্য বিএনপি’র নেতা কর্মীকেই দায়ী বলে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। সূত্র জানায়, এলাকায় বিএনপি’র প্রতি জনগণের ভালবাসা বেশি থাকলেও এখন পর্যন্ত তারা দলীয় কোন্দল মিটাতে পারেনি! তাদেরই কয়েকজন নেতা এখনো তার অনুসারিদের মাঠে নামতে নিষেধ করছেন। তাহলে তো প্রতিপক্ষ সুযোগ নিবেই।

এ ব্যাপারে বগুড়া-১ আসনের জাতীয় ঐক্যফন্ট মোননীত প্রার্থী ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ এক পেশে নির্বাচন করতেই তারা এ আচরণ করেছে। তারা আমাকে সুষ্ঠুভাবে নির্বাচনী গণসংযোগ পর্যন্ত করতে দিচ্ছে না। আমার নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে। ইচ্ছে করলে আমরাও পারবো। কিন্তু নির্বাচনী নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করতে চাইনা।

এ ব্যপারে সহকারি রিটারটিং ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরিফ আহম্মেদ জানান, বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলার বিষয়টি কেউ এখনো অভিযোগ না করায় কোন ব্যবস্থা নিতে পারছি না। কেউ অভিযোগ করলে তা তদন্ত স্বাপেক্ষ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads