সারা দেশে নির্বাচনী উৎসব

১. প্রতীক পাওয়ার পর গতকাল বরিশালে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণা ২. দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় বিএনপিও

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

সারা দেশে নির্বাচনী উৎসব

  • আবুল কালাম আজাদ
  • প্রকাশিত ১১ ডিসেম্বর, ২০১৮

সব উদ্বেগ-উৎকণ্ঠা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোট উৎসবে মেতে উঠেছে সারা দেশ। জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে গতকাল সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১ হাজার ৮৪১ প্রার্থী প্রতীক নিয়েই আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়েন। আগামী ৩০ ডিসেম্বর ভোট। হাতে নষ্ট করার মতো সময় নেই একেবারেই। সবাই ব্যস্ত। রাজধানী থেকে শুরু করে নগরী ও জেলা উপজেলার প্রতিটি অলি-গলি মুখর হয়ে উঠেছে নির্বাচনী উৎসব-আমেজে। ফলে সারা দেশে বিরাজ করছে উৎসবের আমেজ। এই উৎসবে এবার দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তাই সবার অংশগ্রহণেই অনুষ্ঠিত হচ্ছে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নবম জাতীয় সংসদ নির্বাচনের দীর্ঘ ১০ বছর পর এবার একাদশ জাতীয় নির্বাচন উৎসবের আমেজে অনুষ্ঠিত হচ্ছে। দশম জাতীয় নির্বাচন নিয়ে বিশেষজ্ঞরা বলেছিলেন-এটা ছিল সংবিধান রক্ষার।

এতদিন প্রার্থী-সমর্থকরা মতবিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে নির্বাচন পূর্ব প্রস্তুতি চালালেও গতকাল প্রতীক পাওয়ার পর ব্যানার পোস্টার লিফলেট হ্যান্ডবিল মাইকিং করে চালাতে পারছেন প্রচারণা। তফসিল ঘোষণার পর থেকে গতকালের দিনটির জন্য অপেক্ষায় ছিলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ মহাজোট, বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী এবং জাতীয় পার্টিসহ অন্য দলের প্রার্থীরা। শুধু প্রার্থী নয়; তাদের কর্মী-সমর্থকরাও প্রচার-প্রচারণা চলানোর প্রতীক্ষায় ছিলেন। সেই প্রতীক্ষার ক্ষণ শেষ হয় গতকাল।

গতকাল প্রতীক হাতে পেয়ে সারা দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার শুরু করেছে প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক পাওয়ার পরপরই দলের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের মিছিল ও জনসংযোগ শুরু করতে দেখা গেছে দেশের বিভিন্ন এলাকায়। ব্যানার, পোস্টার, ফেস্টুন বাদ্যযন্ত্র বাজিয়ে প্রার্থীদের পক্ষে প্রচারণা করেন ভোটার-সমর্থকরা। দলীয় মনোনয়নে প্রার্থীদের প্রতীক আগে থেকে জানা থাকায় কর্মীরা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :

বরিশাল : প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন বরিশালের ৬টি আসনের প্রার্থীরা। গতকাল দুপুর সোয়া ২টার দিকে নগরীর কালীবাড়ী রোডে আবুল হাসানাত আবদুল্লাহ এবং তার বড় ছেলে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর বাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। প্রচারণাকালে জাহিদ ফারুক উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বরিশালকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে নৌকা প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। অন্যদিকে বিকাল সোয়া ৩টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়ার নিজ বাসভবন চত্বর থেকে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন সদর আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার। গণসংযোগকালে জনগণের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বরিশালের উন্নয়ন এবং খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন বিএনপির এই নেতা। এ ছাড়া বিকালে নগরী থেকে প্রচারণা শুরু করেন চরমোনাই অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী সৈয়দ ফয়জুল করিম। তিনি লিফলেট বিতরণের পাশাপাশি ভোট প্রার্থনা করেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। এ ছাড়া বরিশালের অন্যান্য আসনের প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। চলছে প্রার্থীদের পক্ষে মাইকিং।

খুলনা : প্রতীক বরাদ্দের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে ৩৫ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। গতকাল বিকালে গণমিছিলের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন খুলনা-২ আসনে মহাজোট প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহ উদ্দিন জুয়েল। মিছিলটি রূপসা ট্রাফিক মোড় থেকে শুরু করে নগরীর সাতরাস্তা মোড় হয়ে ময়লাপোতা, শিববাড়ী ঘুরে যশোর রোড দিয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। অন্যদিকে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু গতকাল মহানগরীর প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগও করেন। এ সময় মহানগরী বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্তুজাসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। খুলনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আবদুল আউয়াল গতকাল নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

রাজশাহী : প্রতীক বরাদ্দ পাওয়ার পরই আদালত চত্বরে নৌকার পক্ষে প্রচার মিছিল শুরু হয়। নৌকা নৌকা স্লোগানে আদালত চত্বর মুখরিত করেন আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীরা। এ সময় আদালত চত্বর, হড়গ্রাম বাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন মেয়র খায়রুজ্জামান লিটন ও প্রার্থী ফজলে হোসেন বাদশা। এ সময়  উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তারা।

ময়মনসিংহ : উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। গতকাল দুপুরে নতুন বাজার দলীয় কার্যালয়ে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন তিনি। এ সময় জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই নেতাকর্মীরা ধানের শীষ হাতে করে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে হাজির হন। এ সময় উৎসবে পরিণত হয় দলীয় কার্যালয়।

মৌলভীবাজার : নৌকার কাণ্ডারি নেছার আহমদ প্রতীক বরাদ্দ নিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু করেন। তার সঙ্গে গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।

নাটোর : প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। গতকাল সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক হাতে পেয়েই নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শিমুল তার সমর্থক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল সহকারে কালেক্টরেট ভবন চত্বর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি সেখানে অবস্থানকারী ভোটারদের মধ্যে নৌকা প্রতীক সংবলিত লিফলেট বিতরণ করেন।

যশোর : উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে একাদশ সংসদ নির্বাচনের প্রচারণা। দুপুরের পর প্রচারণা শুরু হয়। যশোর সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদের নৌকা প্রতীকের প্রচারণা শুরু করেন। এরপর বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষে প্রচার মিছিল বের করেন। এ ছাড়া জেলার ৬টি সংসদীয় আসনে ৩৭ জন প্রার্থী একইভাবে প্রচারণা শুরু করেন।

বাগেরহাট : প্রতীক বরাদ্দের পর বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখ তন্ময় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নৌকা প্রতীক পেয়ে তার সমর্থকরা শহরে গণমিছিল বের করে। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক নৌকা প্রতীকের প্ল্যাকার্ড, প্রতীকী নৌকা নিয়ে অংশ নেন।

গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ী-১ আসনে মহাজোটের প্রার্থী ৪ বারের এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গতকাল বিকালে গোয়ালন্দ বাজারে গণসংযোগ, যুবলীগের কর্মী সমাবেশে যোগদান ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : গতকাল বিকালে নৌকা প্রতীকের প্রার্থী ও রেলমন্ত্রী মুজিবুল হকের নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচনী গণমিছিল হয়েছে। মিছিলের আগে চৌদ্দগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ হয়।

সাতক্ষীরা : জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের চায়না-বাংলা শপিং কমপ্লেক্স মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আহ্বানে এ বিশেষ বর্ধিত সভা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দিনাজপুর : নার্সদের নিয়ে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন হুইপ ইকবালুর রহিম। নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ এবং গত ১০ বছরে ২০ হাজারের বেশি নার্স নিয়োগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। এই আনন্দ শোভাযাত্রা করেন দিনাজপুরের নার্স, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টার দিকে দিনাজপুর বালুবাড়ী বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে থেকে এই শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads