প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বুধবার বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। প্রতিনিধিদের পাঠানো খবর—
যশোর : সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে সাংবাদিকদের সাতটি সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রেস ক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশেন বাংলাদেশের দুই শতাধিক সদস্য অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সাংবাদিকরা। এরপর সাংবাদিক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
চাঁদপুর : গতকাল সকালে চাঁদপুর শহরের কালীবাড়ী শপথ চত্বরে চাঁদপুর প্রেস ক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা যৌথভাবে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহীন, এ এইচ এম আহসান উল্লাহ, অধ্যাপক দেলোয়ার আহমেদ, কাদের পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক কে এম মাসুদ প্রমূখ।
জামালপুর : গতকাল সকালে পৌর শহরের জামালপুর প্রেস ক্লাব রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। হাফিজ রায়হানের সভাপতিত্বে ও লুৎফর রহমানের সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য দেন সৈয়দ সদরুজ্জামান হেলাল বীর প্রতীক, মোস্তফা বাবুল, নুরুল হক জঙ্গী, বজলুর রহমান, মোখলেছুর রহমান, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ আনসারী, মোস্তফা মন্জু, জাহাঙ্গীর সেলিম, আনোয়ার হোসেন মিন্টু, কাফি পারভেজ, আব্দুল আজিজ, জাকারিয়া জাহাঙ্গীর, হাজী আবুল হাসেম, শাহাবুল আকন্দ প্রমুখ।
সিলেট : গতকাল দুপুরে সিলেট প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রেস ক্লাব সদস্যরা ছাড়াও ইমজা ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র নেতারা অংশ নেন।
বরিশাল : গতকাল সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে মানববন্ধন করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি), শহীদ আ. রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব, বরিশাল ইলেক্টনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল ফটো সাংবাদিক ফোরাম, বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল এয়ারপোর্ট প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সোসাইটি, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ, তরুণ সাংবাদিক ঐক্য পরিষদ, বরিশাল সাংবাদিক পরিষদ, বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদ, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব, বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশন ও বরিশাল বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা কমিটি। এতে বক্তব্য দেন খন্দকার মনিরুল আলম স্বপন, অধ্যাপিকা শাহ্ সাজেদা, নজরুল বিশ্বাষ, মিথুন সাহা, বিপ্লব সরকার, আ. হাই মাহাবুব, জসিম উদ্দিন, একে আজাদ, শুশান্ত ঘোষ, জুয়েল রানা প্রমুখ।
কুমিল্লা : গতকাল দুপুরে নগরীর কান্দিরপাড়ে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। এতে বক্তব্য দেন নিতীশ সাহা, গাজীউল হক সোহাগ, কাজি এনামুল হক ফারুক, খায়রুল আহসান মানিক, খালিদ সাইফুল্লাহ, সায়্যিদ মাহমুদ পারভেজ, বাহার রায়হান, আনোয়ার হোসাইন, সেলিম রেজা মুন্সী প্রমুখ।
ভোলা : গতকাল দুপুরে ভোলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে গণমাধ্যমের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন শওকাত হোসেন, অমিতাব অপু, মনিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন শিপু, এম ছিদ্দিকুল্লাহ প্রমুখ।
নীলফামারী : গতকাল সকালে জেলার ডোমার বাজার রেলগেট মোড়ে সাংবাদিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। মোজাফ্ফর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন রওশন রশীদ, জুলফিকার আলী ভুট্টো, দুজ্জামান হিল্লোল, আবু ফাত্তাহ কামাল পাখী, রায়হান সবুক্তগীন অনিকেত, আব্দুল্লাহ আল মামুন সোহাগ, আনিছুর রহমান মানিক, রতন রায়, জাবেদুল ইসলাম সানবীম, এ আই পলাশ, জুয়েল বসুনিয়া ও এমদাদুল হক মাসুম প্রমুখ। মানববন্ধনটি সঞ্চলনা করেন ইয়াছিন মোহাম্মদ সিথুন।
জয়পুরহাট : গতকাল সকালে শহরের জিরো পয়েন্ট মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। এতে বক্তব্য দেন নৃপেন্দ্রনাথ মন্ডল, খ ম আব্দুর রহমান রনি, আবু বকর সিদ্দিক, রবিউল ইসলাম রুবেল, মোস্তাকিম ফাররোখ, শাহজাহান সিরাজ মিঠু, নন্দ কিশোর আগরওয়ালা, রাজেন্দ্রপ্রসাদ আগরওয়ালা, আসাদুজ্জামান আসাদ, আলমগীর চৌধুরী, মতলুব হোসেন, আব্দুল আলীম মণ্ডল, মাসুদ রানা প্রমুখ।
ঝালকাঠি : গতকাল সকালে টাউনহলের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি। আল-আমিন তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আক্কাস সিকদার, জিয়াউল হাসান পলাশ, শ্যামল সরকার, আতিকুর রহমান, অলোক সাহা, আসম মাহমুদুর রহমান পারভেজ প্রমুখ।
পটুয়াখালী : পটুয়াখালী প্রেস ক্লাবের মানববন্ধনে বক্তব্য দেন পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সাংবাদিক মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
মুন্সীগঞ্জ : গতকাল সকালে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন পালন করা হয়েছে। মীর নাছিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে ও শেখ মো. শিমুলের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য দেন শহীদ-ই-হাসান তুহিন, ভবতোষ চৌধুরী নূপুর, মোজাম্মেল হাসান সজল, সাংবাদিক গোলজাল হোসেন প্রমুখ।
পাবনা : গতকাল দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনের সড়কে এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন আব্দুল মতীন খান, মীর্জা আজাদ, সৈকত আফরোজ আসাদ, কাজী মাহবুব মোর্শেদ বাবলা সরোয়ার উল্লাস প্রমুখ।
বাগেরহাট : প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।
মেহেরপুর : সকালে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে ফজলুল হক মন্টুর সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক তুহিন আরণ্য, আলামিন হোসেন, রফিকুল আলম, ওমর ফারুখ প্রিন্স, মাহবুব আলম, আবু সাঈদ, মাজেদুল হক মানিক, রোজিনা খাতুন প্রমুখ।
খাগড়াছড়ি : গতকাল সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রদীপ চৌধুরী সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, নুরুল আজম, এইচ এম প্রফ্লুল, জহুরুল আলম, সৈকত দেওয়ান, জাহাঙ্গীর আলম রাজু প্রমুখ।
নড়াইল : নড়াইল প্রেস ক্লাব চত্বরে গতকাল সকালে প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি এনামুল কবীর টুকু। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সাংবাদিক কার্তিক দাস, মলয় কুমার নন্দি, কাজী হাফিজুর রহমান, গুলশানারা প্রমুখ।
বগুড়া : গতকাল সকালে বগুড়া প্রেস ক্লাব চত্বরে সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে। বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন, আরিফ রেহমান, প্রদীপ ভট্টাচার্য শংকর, মোহন আখন্দ, আনোয়ার পারভেজ প্রমুখ।
দিনাজপুর : গতকাল সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধনে বক্তব্য দেন একাংশের সভাপতি স্বরূপ কুমার বক্্সী বাচ্চু, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারসহ প্রেস ক্লাব নেতারা। এদিকে বিরল প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধনে বক্তব্য দেন সভাপতি এম এ কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মতিউর রহমান, নুরে আলম সিদ্দিকী, কানিজ রহমান, ড. মারুফা বেগম প্রমুখ। এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন শাহ্ এক বিবৃতিতে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারসহ অফিসিয়াল সিক্রেট আইন ১৯২৩-এর ৩ ও ৫ ধারা বাতিলসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন।