শোবিজ

সাত বছর পর বিজ্ঞাপনে ছবি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০২০

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। ক্যারিয়ারের শুরু থেকে এই অভিনেত্রীকে কখনো গ্রামের সহজ-সরল মেয়ে, কখনো কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী, কখনো পুলিশ অফিসার আবার কখনো অপরাধ জগতের বাসিন্দার চরিত্রে দেখা গেছে। চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে এই অভিনেত্রী বরাবরই এগিয়ে। বরাবরই তার অভিনয় প্রশংসিত হয় সর্বমহলে। টানা ৭ বছর পর আবারো বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন অভিনেত্রী ফারজানা ছবি।

এবারের বিজ্ঞাপনটি ‘উন্নত চুলা ও জ্বালানি’-বিষয়ক। বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের হাউজহোল্ড এনার্জি প্ল্যাটফর্ম স্রেডার আওতাধীন এই বিজ্ঞাপনের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাদিয়া আফরিন রেখা। রেখা জানান, বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্যে ক্লিন কুকিংয়ের লক্ষ্যে পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি, সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত রান্নার চুলা সামগ্রী ব্যবহারের অনুকূল পরিবেশ তৈরির জন্যে উদ্যোগ গ্রহণ করেছে।

সদ্য শুটিং শেষ হওয়া কাজটি প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘সাত বছরে বেশ কটি বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছি। নানা কারণে সেসব করা হয়নি। তবে এই কাজটি করার পেছনে রয়েছে সামাজিক দায়বদ্ধতার বিষয়। শিল্পী হিসেবে শুধু টাকা আর জনপ্রিয়তা বিবেচনা করা তো ঠিক নয়। সোশ্যাল রেসপনসিবিলিটি বলে একটা কথা রয়েছে। সেই তাগিদ থেকেই কাজটি করেছি।’

এতে ফারজানা ছবি ছাড়াও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ ও শিশু শিল্পী। নির্মাতা জানান, শিগগিরই এটি প্রচার শুরু হবে দেশের সব কটি টিভি চ্যানেলে।

বর্তমানে ছবিকে অভিনয়ে কমই দেখা যায়। এ প্রসঙ্গে ছবি বলেন, ‘অভিনয়ের পাশাপাশি স্বামী-সন্তান ও পরিবারের পেছনে আমাকে সময় দিতে হয়। তাই বেছে বেছে কম কাজ করছি। এজন্য খণ্ড নাটকে কম কাজ করা হয়। আমার ছেলে দুটো আরেকটু বড় হলে হয়তো নাটকে আরো একটু সময় দিতে পারব। হয়তো বলতে পারেন, তাহলে আপাতত অভিনয় থেকে বিরতি নিলেই তো হয়। আসলে আমি মনে করি, জীবন তো একটাই। এই এক জীবনে সবকিছু করতে হবে। তাই একটার জন্য আরেকটা ফেলে রাখা যাবে না। সবকিছু সামলে চলাই জীবনের নিয়ম।’

নাটকের বর্তমান অবস্থা নিয়ে নানা অভিযোগ রয়েছে। মানহীন নাটকে পেশাদার ও মানের শিল্পীরাও অভিনয় করছেন। এ নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘বিষয়টা হচ্ছে ডিরেক্টরিয়াল মিডিয়া। নাটকের ভালো-মন্দের প্রায় সবটাই নির্ভর করে পরিচালকের ওপর। একজন পেশাদার শিল্পীকে জীবন পরিচালনার জন্য অনেক সময় মানহীন নাটকে কাজ করতে বাধ্য হতে হয়। গুরুত্বহীন চরিত্রেও অভিনয় করতে হয়। তা না করলে তাকে বসে থাকতে হবে। অনেক ভালো ভালো শিল্পী ভালো কাজের অভাবে বসে আছেন। অনেকেই দেশের বাইরে চলে গেছেন। মার্কেটিং পলিসির কারণে ভালো অভিনয়শিল্পী ও নির্মাতারা অপব্যবহূত হচ্ছেন। তার পরও এখন অনেক ভালো নাটক হচ্ছে। নাটকে ভালো চর্চার বিকাশ ঘটছে। নাটকের ভালো গল্প ও ভালো বাজেটের প্রতি গুরুত্ব বাড়ানো দরকার।’

ক্যারিয়ারে ২১ বছর পার করছেন এই অভিনেত্রী। এ দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন নানান চরিত্রে। দীর্ঘ সময় টিকে থাকা প্রসঙ্গে ছবি বলেন, ‘একজন শিল্পীকে তার অভিনয় গুণে টিকে থাকতে হয়। এখানে কাজ ছাড়া কোনো প্রকার পলিটিকস দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না। যখন কোনো একজন শিল্পী তার কাজ দিয়ে নির্মাতাদের আস্থা তৈরি করবেন তখন সবাই তাকে দিয়ে কাজ করানোর জন্য আগ্রহী হয়ে উঠবেন। এছাড়া বৈচিত্র্যময় চরিত্র দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিতে হয়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads