সাতক্ষীরা-১ আসনে মহাজোটকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

সাতক্ষীরা-১ আসনে মহাজোটকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালো জাপা প্রার্থী

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

সাতক্ষীরা-১ আসনে মহাজোটকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর, ২০১৮

সাতক্ষীরার -১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত মহাজোটে মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন জানিয়েছেন।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাসভবনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে এই সমর্থন জানান। এসময় উভয় দলের নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ হয়।

এসময় সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের মহাজোটের মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জাতীয় পার্টির উপজেলা সভাপতি এস এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর হাসানসহ উভয় দলের শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত বলেন, মহাজোটের ন্বার্থে, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তিকে পরাজিত করতে নৌকা প্রতীককে সমর্থন জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads