সাতক্ষীরায় নাগরিক ঐক্যর আহবায়কসহ আটক আট

মানচিত্রে সাতক্ষীরা

সংগৃহীত ছবি

সারা দেশ

সাতক্ষীরায় নাগরিক ঐক্যর আহবায়কসহ আটক আট

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অক্টোবর, ২০১৮

সাতক্ষীরায় নাশকতার মামলায় নাগরিক ঐক্যর আহবায়ক এ্যাড. রবিউল ইসলাম খানসহ জামায়াতের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, নাগরিক ঐক্যর আহবায়ক এ্যাড. রবিউল ইসলাম খান, জামায়াতের সদর পূর্ব শাখার আমির মাওলানা আব্দুল ওয়ারেশ আলী, ব্রক্ষরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াসিন আলি, জামায়াত নেতা আবুল হোসেন, আক্তারুজ্জামান, মো. বাবলু, রবিউল ইসলাম ও রুবেল হোসেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নাগরিক ঐক্যর আহবায়ক এ্যাড. রবিউল খানের নামে নাশকতার মামলা থাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। অন্য জামায়াত নেতাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads