সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গপুজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দর সোমবার থেকে টানা পাঁচদিন বন্ধ থাকবে। এই পাঁচদিন ভোমরা বন্দর দিয়ে কোন ধরনের আমদানী রপ্তানি হবে না।
সাতক্ষীরা ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতে সরকারি ছুটি থাকায় সে দেশের ব্যাবসায়িরা আমদানি রপ্তানি করেন না। ভারতে বন্ধ থাকলে আমাদেরকেও বন্ধ রাখতে হয়। সেক্ষেত্রে সোমবার ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভোমরা বন্দরে এই পাচদিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। আগামী ২১ অক্টোবর থেকে যাথারীতি আবার আমদানী রপ্তানী শুরু হবে বলে তিনি জানান।