কে এম আনিছুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে এফডিডিআরআইআরপি বন্যা ও দূর্যোগ ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক ও অবকাঠামো মেরামত/ পুনর্বাসন প্রকল্পের আওতায় সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে ৮০ লক্ষ ৭ হাজার ২শ’১২ টাকা ব্যয়ে ফিংড়ি মেইন সড়ক সংলগ্ন ছলেমান ঢালীর বাড়ি হতে ওয়াবদা এ্যামবাকমেন্ট সড়ক পর্যন্ত রাস্তার এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. সামছুর রহমান, যুব নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।