সাতক্ষীরার তালা উপজেলার মহান্দি গ্রামে খ্রীস্টান মিশনে আগুন লেগে চারটি ঘর ভষ্মীভূত হয়েছে। এতে মিশনের মূল্যবান কাগজপত্র এবং অন্যান্য সম্পদ পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে। গতকাল বুধবার গভীর রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
মিশনের পালক অনাদি মোহন জানান, বুধবার গভীর রাতে সবাই যখন ঘুমে তখন মিশনের টিন শেডের চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামবাসীরা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলার শেষ মূহুর্তে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।
এরই মধ্যে চারটি ঘরে থাকা কমপক্ষে আটটি কমপিউটার, দুটি ল্যাপটপ, কয়েকটি সিলিং ফ্যান এবং ২৩৩ জন শিশুর জন্য রাখা শিক্ষা উপকরণ, ব্যাগ, শুকনো খাবার ও স্বাস্থ্য সেবার যাবতীয় উপকরণ পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো জানান, ‘মহান্দি এজি মিশন’ নামের এই খ্রীস্টান মিশনটি ১২ বছর আগে প্রতিষ্ঠিত। এখানে রক্ষিত এতো দিনের যাবতীয় ডকুমেন্ট আগুনে পুড়ে গেছে। টিন শেডের এই ঘরের মধ্যে রয়েছে বাঁশের চাচের বেড়া। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো জানান, তার সাথে গ্রামের কয়েকজন খ্রীষ্টান সদস্যের বিরোধ চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটতে পারে। তিনি জানান আগুনে ২০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে।
মিশনের নৈশপ্রহরী আজগর আলি জানান, রাতে পাহারাকালিন তিনি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েন। হঠাৎ আগুন দেখে তিনি চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসে আগুন নিভাতে থাকে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, আমিসহ আমার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মিশনের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করার আগেই বেশিরভাগ সম্পদ পুড়ে যায়। পরে আগুন পূর্ন নিয়ন্ত্রণে আনা হয়’।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তারপরও বিষয়টি তদন্ত চলছে।