সাতক্ষীরার চন্দনার বয়স ৮০ পেরিয়ে গেলেও কোনো ভাতা নেই

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাতক্ষীরার চন্দনার বয়স ৮০ পেরিয়ে গেলেও কোনো ভাতা নেই

  • কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা
  • প্রকাশিত ১৫ জানুয়ারি, ২০২০

চন্দনা সরকার নামে এক বৃদ্ধা। বয়স তার ৮৮ বছর। বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শবদলপুর গ্রামে। সাত বছর আগে স্বামী পতিত পাবন সরকার মারা গেছেন। চার ছেলে ও তিন মেয়ের জননী তিনি। বর্তমানে তিনি থাকেন অসুস্থ ছেলে জয়দেব সরকারের কাছে। জয়দেন নিজে ও তার স্ত্রী সুলতা সরকারও অসুস্থ।

স্থানীয়রা আক্ষেপ করে বলেন, ছেলেদের অনেকেরই ভালো চলে। কিন্তু তারা তেমন কোনো খোঁজ খবর নেয় না। অর্থিক স্বচ্ছলতা না থাকার কারণে তার কাপড় চোপড়ও ঠিক মত কেনা হয় না। স্থানীয় মেম্বর ও চেয়ারম্যানদের বলেও এতদিনে একটি বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার কার্ড মেলেনি। বড় লোকদের জন্য কম্বল জুটলেও প্রচন্ড শীতে তিনি একটি কম্বলও পাননি। আর কত বয়স হলে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা কপালে জুটবে চন্দনা সরকারের,তা তিনি জানেন না। এ নিয়ে চন্দনার ছেলে জয়দেব ও পুত্রবধু সুলতা সরকার হতাশ ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার বলেন, শুধু কম্বল কেন, তাকে বার্ধক্য ভাতার কার্ড দেওয়ার ব্যাপারে কেউ তাকে বলেনি। এ বার তিনি উদ্যোগ নেবেন যাতে চন্দনা সরকার বিধবা বা বার্ধক্য ভাতা পান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads